Quality একটুও না কমিয়ে 200mb এর ভিডিও 20mb বানিয়ে ফেলুন Handbrake দিয়ে

Quality একটুও না কমিয়ে 200mb এর ভিডিও 20mb বানিয়ে ফেলুন Handbrake দিয়ে

কোয়ালিটি একটু ও না কমিয়ে Handbrake দিয়ে 90% পর্যন্ত সাইজ কমিয়ে ফেলুন যেকোনো ভিডিওর!

Handbrake অনেকের কাছেই একটি পরিচিত নাম। সেই হিসেবে অনেকেই হয়তো এই টিউটোরিয়াল সম্পর্কে আগে থেকেই জানেন। Handbrake নিয়ে এর আগে trickbd তে কয়েকটা পোস্ট থাকলে আমি যে সম্পর্কে লিখতে যাচ্ছি তা নেই। তো চলুন শুরু করা যাক:
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে Handbrake টা ডাউনলোড করে নেন:
Download Handbrake
এবার ইন্সটল করে ওপেন করে, নিচের স্ক্রীনশটের মত ফাইল সিলেক্ট করেন।
তারপর পরের স্ক্রিনশট টা সিকুয়েন্স অনুযায়ী ফলো করেন। অর্থাৎ ভিডিও ট্যাব এ যান, ফ্রেম রেট ২৫ করে দেন। ডেস্টিনেশন সিলেক্ট করেন। এরপর স্টার্ট দেন। বাকি আর কিছু চেন্জ করার কোনো দরকার নেই।
এখানে কিছু ব্যাপার উল্লেখ্য যে আপনি ইচ্ছা করলে ফ্রেমরেট আরো কমাতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে ভিডিও এর কোয়ালিটি খারাপ হয়ে যাবে। যদিও সাইজ অনেক কমে যাবে। তাই সাইজ মেইন priority হলে ফ্রেমরেট ইচ্ছামত দেন। এবার কনভার্ট কমপ্লিট হয়ে গেলে দেখেন আপনার ভিডিও কোয়ালিটি একটু কমে নি, কিন্তু সাইজ ঠিকই অনেক কমে গেছে তাইনা!!!
আচ্ছা তাহলে এইটা কিভাবে সম্ভব হলো? অবাক হচ্ছেন? কারণ জানতে চায়লে নিচেরটুকু পড়েন।
এবার আসি কিছু টেকনিক্যাল টার্ম এ, বা বলতে পারেন জ্ঞান দেয়া। জানলে ভালো, না জানলেও ক্ষতি নেই। 😂
আমরা যখন হান্ডব্রেক দিয়ে কনভার্ট/কম্প্রেস করি তখন আসলে কি হয় যে সাইজ এত ছোট হয়ে যায়? চলেন এখন সেই উত্তর টাই খুঁজি। যখন হান্ডব্রেক দিয়ে কনভার্ট করি তখন ভিডিও টাকে অনেকগুলা ছোট ছোট পিক্সেল এর ভাগ করে ফেলে। আর ফ্রেম বাই ফ্রেম সেই পিক্সেল গুলো চেক করে যে পরের ফ্রেমে কোন পিক্সেল টা পরিবর্তন হয়েছে। যে পিক্সেল টা পরিবর্তন হয় সেটা পরের ফ্রেমে গিয়ে চেন্জ করে দেয়। কিন্তু যেই পিক্সেল টা পরের ফ্রেমে চেন্জ হয়না সেইটা ঐরকম ই রাখে। একটা উদাহরণ দিয়ে বুঝায়। আমি যে ভিডিও টা করছি এইটা আপনাদের বোঝানো জন্য একটা ঘড়ির দিকে ক্যামেরা স্টিল রেখে রেকর্ড করছি।

তো পুরো ভিডিও এর মধ্যে মুভিং অবজেক্ট শুধুমাত্র ঘড়ির কাঁটা, ফ্রেমের মধ্যে আর কোনো কিছুই কিন্তু চেন্জ হচ্ছে না। সব একই আছে। তো হান্ডব্রেক দিয়ে কনভার্ট করার পর যেটা হয়েছে, সেটা হচ্ছে এই ঘড়ির কাটা টাই ফ্রেম বাই ফ্রেম চেন্জ হচ্ছে। আর বাদবাকি যা আছে সব গুলা মিলে একটা স্ট্যাটিক পিকচার হয়েছে। যেটার আদৌ কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আমরা যেমন jpg ইমেজ তুলি ক্যামেরা তে, ঘড়ির কাঁটা টা বাদে বাকি ছবি টুকু বলতে পারেন একটা jpg ইমেজের মতো স্ট্যাটিক ছবি। আর হান্ডব্রেক ঠিক সেটাই করে। অর্থাৎ ঘড়ির কাঁটা টাকে মুভিং রেখে বাকি পুরোটুকু স্ট্যাটিক ইমেজ বানিয়ে দিছে, আর স্ট্যাটিক ইমেজ এর সাইজ স্বাভাবিক ভাবেই খুবই কম হবে। আর এই জন্য আমার রেকর্ড করা ভিডিও এর সাইজ এত কমে গেছে।
কিন্তু নরমালি আমরা যেসব ভিডিও করি সেগুলোতে প্রায় সম্পূর্ন ফ্রেম টাই চেন্জ হয়ে যায় ১-২ সেকেন্ড পর পর, তাই সেসব ভিডিও তে এরকম স্ট্যাটিক ইমেজ বানানোও সম্ভব হয়না। তাই ঐগুলার সাইজও তুলনামূলক কম কম্প্রেস হয়। তাই সাইজ কতটুকু কমবে সেটা নির্ভর করে আপনার ভিডিও কেমন সেইটার উপর।
🛡 Handbrake install এর সময়ই নিউ ভার্সন এ প্রবলেম ফেস করলে ওল্ড ভার্সন(0.9.x.x) ইউজ করতে পারেন।
🛡 ভালো জিনিস সবার মাঝে ছড়িয়ে দেয়া অবশ্যই ভালো একটা কাজ। তবে সেটা কপি-পেস্ট করে না। কপি-পেস্ট হচ্ছে চুরির পর্যায়ে পরে, এবং জঘন্য একটা কাজ, অপরাধও বটে। তাই অরিজিনাল লেখক/অথরের প্রতি সম্মান দেখিয়ে শেয়ার করেন। নিতান্তই কপি করলে ক্রেডিট দেন। শুধু “copied” লেখা যথেষ্ঠ না।

টিভিতে ক্রিকেট কিংবা ফুটবল খেলা দেখা কি জায়েজ, নাকি নাজায়েজ?

টিভিতে ক্রিকেট কিংবা ফুটবল খেলা দেখা কি জায়েজ, নাকি নাজায়েজ?
আসসালামু আলাইকুৃম….
রাহমান রাহিম আল্লাহর নামে শুরু…
যারা নিয়মিত সলাত আদায় করেও খেলা দেখা নিয়ে মজে আছেন তারা এই পোস্ট টা ভাল করে দেখুন।
অবশ্য এই পোস্ট টা সকল মুসলিম দের জন্য।
শাইখ মুযাম্মিল হক হাফিঃ এর লিখা।
অধ্যায়ঃ নিষিদ্ধ খেলা-ধূলা
__________________________________________
(১) টিভিতে ক্রিকেট কিংবা ফুটবল খেলা দেখা কি জায়েজ, নাকি নাজায়েজ?
(২) বিশ্বকাপ ক্রিকেট বা ফুটবল খেলা দেখা জায়েজ নয়।
(৩) আরব দেশের লোকেরা কিছু করলেই সেটা করা সহীহ হয়ে যায়না!
(৪) হক্ক কথা কটু লাগে।
(৫) “মাইসের” কি বড় গুনাহ নয়?
__________________________________________
টিভিতে ক্রিকেট কিংবা ফুটবল খেলা দেখা কি জায়েজ নাকি নাজায়েজ?
আজ (২রা মার্চ, ২০১৬) আমাদের মসজিদে সাপ্তাহিক নিয়মিত ক্বুরআনের তাফসীরের ক্লাস ছিলো। শুরুতেই ইমাম সাহেব আফসোস করে বললেন, (টি-টুয়েন্টি বিশ্বকাপ) খেলা দেখার কারণে আজকে অনেক ভাইয়েরা আসে নাই। আমিও বিষয়টা খেয়াল করে দেখলাম, পরিচিত কিছু মানুষের চেহারা অনুপস্থিত! বুদ্ধিমান ভাই ও বোনেরা একটু চিন্তা করে দেখুন, নিয়মিত নামায পড়ে, ক্বুরআনের ক্লাস করে এমন লোকদের অবস্থা যদি এতো খারাপ হয় যে, সামান্য দুই পয়সার খেলা দেখার কারণে ক্বুরআন শিক্ষার মতো এই দুনিয়ার সবচাইতে দামী জিনিসকে বর্জন করে, তাহলে কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া যেই সমস্ত ছেলে মেয়েরা বেনামাযী, বেহায়া, বেপর্দা, প্রেম ভালোবাসা, যিনা-ব্যভিচারে লিপ্ত, হারাম ও অবৈধ ইনকাম করে, তারা ক্বুরআনের সাথে কত বড় গাদ্দারী করছে?
মদ এবং জুয়া খেলা সম্পূর্ণ “হারাম” এবং “কবীরাহ গুনাহ”। একথার দলিল স্বয়ং আল্লাহ তাআ’লা ক্বুরানে দিয়েছেনঃ “হে ঈমানদারগণ! এই যে মদ, জুয়া, মূর্তিপূজা এবং ভাগ্য-নির্ধারক তীর, এই সবগুলো হচ্ছে শয়তানের অপবিত্র, নোংরা কাজ। সুতরাং, তোমরা এইগুলো থেকে দূরে থাক, যাতে করে তোমরা সফলকাম হও।” সুরা আল-মায়ি’দাহঃ ৯০।
সুতরাং, ক্বুরআনের স্পষ্ট আয়াতে আল্লাহ তাআ’লা মদ এবং জুয়াকে শয়তানের ‘নাপাক’ কাজ বলে ঘোষণা করেছেন। এবার আসি জুয়া প্রসংগে।
“জুয়া” কি?
ইসলামী শরিয়াতের পরিভাষায়, জুয়া হচ্ছে এমন একটা খেলা, যেই খেলাতে হার জিতের জন্যে টাকা-পয়সা লেন-দেনের অনুমতি নেই। অর্থাৎ, যেই খেলার জন্যে খেলোয়াড়কে টাকা দিয়ে ভাড়া করে আনা হবে বা খেলোয়াড়কে “মজুরী” হিসেবে টাকা দেওয়া শরিয়ত কর্তৃক অনুমতি নেই।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, “শুধুমাত্র তিনটি বিষয় ছাড়া অন্য যেকোন প্রতিযোগীতার জন্য পুরষ্কার দেওয়া নিষিদ্ধ। যে তিনটি খেলার জন্য পুরষ্কার দেওয়া জায়েজ রয়েছেঃ (১) তীর নিক্ষেপ প্রতিযোগিতা, (২) উটের দৌড় প্রতিযোগিতা, (৩) ঘোড়া দৌড় প্রতিযোগিতা।” তিরমিযীঃ ১৭০০, নাসায়ীঃ ৩৫৮৫, ইবনে মাজাহঃ ২৮৭৮। শায়খ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন, সহীহ আবু দাউদ।
মুবারকময় ইসলামী শরিয়াতের এই মহান নীতি অনুযায়ী, বাংলাদেশ এবং পাকিস্থান, ভারত, বা অন্য যেকোন দেশের কিছু খেলোয়াড়ের মধ্যে যদি টাকা বা পুরষ্কারের বিনিময়ে কোন ‘ফুটবল’ বা ‘ক্রিকেট’ খেলার আয়োজন করা হয়, তাহলে সেই খেলাটা শরিয়তের দৃষ্টিতে জুয়া বলে গণ্য হবে। এই খেলাগুলো যারা খেলবে (মাশরাফি, আশরাফুল, তামিম, সাকিব এবং অন্যান্যরা), অবৈধ খেলা থেকে টাকা উপার্জন করার কারণে ইসলামী শরিয়াহ অনুযারী তারা “জুয়াখোর” বলে চিহ্নিত হবে। জুয়া খেলা যেমন হারাম, ঠিক তেমনি জুয়া দেখাও হারাম; সেটা খেলার মাঠে হোক, কিংবা টিভিতে দেখাই হোক অথবা রেডিওতে শোনার মাধ্যমে হোক হোক। এই সবগুলো কাজ হারাম এবং নিষিদ্ধ। আপনারা প্রশ্ন করতে পারেন, এই ফতোয়া আমি কোথায় পেলাম। বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলেমদের ফতোয়ার অনুবাদ আমি নীচে বর্ণনা করছি।
__________________________________________বিশ্বকাপ ফুটবল/ক্রিকেট খেলা দেখা জায়েজ নয়
প্রশ্নঃ খেলা দেখার হুকুম কি, যেমন বিশ্বকাপ ও অন্যান্য খেলা-ধূলা?
উত্তরঃ ‘ফুটবল ম্যাচ’ যেইগুলো টাকা অথবা এমন পুরষ্কারের জন্য খেলা হয় – এইগুলো নাজায়েজ, কারণ এটা হচ্ছে জুয়া। (টাকার বিনিময়ে ফুটবল/ক্রিকেট খেলা জুয়ার অন্তুর্ভুক্ত।) কারণ ইসলাম অনুমতি দেয়নি, এমন খেলা ছাড়া অন্য যেকোন খেলার জন্যে পুরষ্কার নেওয়া জায়েজ নয়। আর ইসলাম অনুমতি দিয়েছে পুরষ্কার নেওয়ার এমন খেলা হচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা, উটের দৌড় প্রতিযোগিতা, তীর নিক্ষেপ প্রতিযোগিতা। (এই তিনটা খেলাধূলা ছাড়া অন্য যেকোন খেলার জন্য পুরষ্কার নেওয়া হারাম, কেউ পুরষ্কার নিলে সেটা জুয়া বলে গণ্য হবে)। এই নীতির উপরে ভিত্তি করে বলা যায়, এই খেলাগুলোতে অংশগ্রহণ করা হারাম, এবং যে ব্যক্তি এটা জানে যে, এই খেলাগুলো পুরষ্কারের জন্য খেলা হয়, তার জন্য জায়েজ নয় যে সে এই খেলাগুলো দেখবে। কারণ, এই খেলাতে অংশগ্রহণ করা মানে এইগুলোকে সমর্থন করা।
কিন্তু, এইখেলা যদি পুরুষ্কারের জন্য খেলা না হয়, এবং কাউকে আল্লাহর হুকুম যেমন সালাত ও অন্য ইবাদত থেকে অমনোযোগী না করে, এবং এইগুলোর সাথে কোন প্রকার হারাম কাজ যেমন আওড়াহ প্রকাশ করা, নারী-পুরুষ ফ্রী মিক্সিং, গান-বাজনা ইত্যাদি জড়িত না থাকে, তাহলে এমন খেলায় অংশগ্রহণ করতে বা এমন খেলা দেখতে কোন সমস্যা নেই।
নিশ্চয়ই একমাত্র আল্লাহই হচ্ছেন সমস্ত ক্ষমতার উতস। আল্লাহ নবী মুহা’ম্মাদ, তার পরিবার ও তার সাহাবীদের প্রতি শান্তি ও রহমত বর্ষণ করুন।
ফাতওয়া আল-লাজনাহ আদ-দাই’য়িমাহঃ ১৫/২৩৮। স্থায়ী ফাতওয়া কমিটির ফাতওয়া নং-১৮৯৫১।
স্থায়ী ফাতওয়া কমিটির সদস্যবৃন্দঃ
(১) শায়খ বাকর আবু জায়েদ রাহি’মাহুল্লাহ,
(২) শায়খ সালেহ আল-ফওজান হা’ফিজাহুল্লাহ,
(৩) শায়খ আব্দুল আ’জিজ ইবনে আবদুল্লাহ আলে-শায়খ হা’ফিজাহুল্লাহ,
(৪) ফতোয়া কমিটির চেয়ারম্যানঃ শায়খ আব্দুল আ’জিজ ইবনে আবদুল্লাহ ইবনে বাজ রাহি’মাহুল্লাহ।
__________________________________________
আরব দেশের লোকেরা কিছু করলেই সেটা করা সহীহ হয়ে যায়না!
প্রশ্নঃ টাকা দিয়ে যেই ফুটবল খেলা হয় (যেমন-বিশ্বকাপ ফুটবল), এইটা যদি “জুয়া” ও হারাম হয়, এইটা দেখা যদি হারাম হয় তাহলে সৌদি আরব ফুটবল খেলে কেনো? সৌদি আরবে ফুটবল খেলা দেখানো হয় কেনো?
উত্তরঃ ভাই মহান আল্লাহ বলছেন, “তোমার উপর যা নাযিল করা হয়েছে সেইটার অনুসরণ করো।”
কুরআন হাদীসে এমন কোন কথা নাই, সৌদি আরবের লোকেরা যা করে, সেটার অনুসরণ করো। সৌদি আরবে দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, খাটি মুসলমান আছে, আবার দুনিয়ার সবচাইতে খারাপ নিকৃষ্ট মানুষেরাও আছে। সৌদি আরবে বহু মানুষ আছে দাড়ি রাখেনা, বেপর্দা চলাফেরা করে, সিগারেট খায়, এতো এতো সৌদিরা এইগুলো করে বলে এইগুলো কি জায়েজ হয়ে যাবে নাকি? তবে হ্যা, কুরআন ও হাদীসে এমন কথা রয়েছে যে, তোমরা আলেমদের আনুগত্য করো।
মহান আল্লাহ তাআ’লা বলেন, “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, আনুগত্য কর রসূলের এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতাসীন, তাদের আনুগত্য কর। অতঃপর যদি কখনো তোমরা কোন বিষয়ে মতবিরোধ কর, তাহলে সেই বিষয়টা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি প্রত্যর্পণ কর, যদি তোমরা আল্লাহ ও কেয়ামত দিবসের উপর সত্যিকারের বিশ্বাসী হয়ে থাক। আর এটাই তোমাদের জন্য কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম।” সুরা আন-নিসাঃ ৫৯।
আর সৌদি আরবে দুনিয়ার সবচাইতে বড় আলেম উলামা ও মাশায়েখরা আছেন, যদি মানতেই হয়, তাহলে সত্যিকারের ওলামায়ে রব্বানীদের আনুগত্য করতে হবে।
উপরে আমি সৌদি আরবের সবচাইতে সম্মানিত ফতোয়া বোর্ড থেকে বড় বড় আলেমদের ফতোয়া উল্লেখ করা হয়েছে। সুতরাং, আপনারা সিদ্ধান্ত নেন, সৌদি আরবের যারা মূর্খ লোক, তাদের অনুকরণে হারাম কাজে লিপ্ত হবেনা। নাকি, সম্মানিত আলেমদের ফতোয়া মেনে নিয়ে হারাম কাজ থেকে বিরত থাকবেন?
__________________________________________
Image result for quranImage result for quran
হক্ক কথা কটু লাগে
আমরা যখন নিষিদ্ধ এবং হারামের মতো কোন বিষয়ের উপরে লিখি, তখন এই সমস্ত হারাম কাজে লিপ্ত একশ্রেণীর মুসলমান নারী ও পুরুষেরা গালি দিতে শুরু করে। আমি সেই সমস্ত অতি জ্ঞানী ভাই ও বোনদেরকে বলবো, আপনাদের কাছে আমার এই লেখা যদি সঠিক মনে না হয়, তাহলে আপনার আশেপাশে সবচাইতে বড় যেই মসজিদ বা মাদ্রাসা আছে, সেখানের সবচাইতে বড় মুফতি সাহেবকে গিয়ে জিজ্ঞেস করুন, “এই যে টি টুয়েন্ট, বিশ্বকাপ ক্রিকেট, ফুটবল খেলা দেখা জায়েজ আছে কিনা?” যদি এতোটুকু কষ্ট করতে না চান আর প্রবৃত্তির অনুসরণ চালিয়ে যেতে চান, তাহলে সেটা করুন। কিন্তু কোন ইসলামী পেইজে এসে গালিগালাজ করে আপনার নোংরা ও আহাম্মকি চরিত্রটা দুনিয়ার সামনে প্রকাশ করবেন না। পাপ করছেন সেটা গোপন রাখেন, আর গোপনেই আল্লাহর কাছে তোওবাহ করতে থাকেন। আল্লাহর কাছে সাহায্য চান যেনো এই হারাম ও খবিস কাজ থেকে বের হয়ে আসতে পারেন। কিন্তু প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে কোন হালাল কাজকে হারাম বা হারাম কাজকে হালাল ফতুয়া দিয়ে নিজেকে জাহান্নামের খড়ি-কাঠি বানাবেন না।
প্রবৃত্তির পূজারী লোকদের উদ্দেশ্যে মহান আল্লাহ্ তাআ’লার বক্তব্য, “(হে নবী!) আপনি কি তার দিকে লক্ষ্য করেন নি, যে তার নিজের হাওয়া (প্রবৃত্তিকে) মাবূদ হিসেবে গ্রহণ করেছে? তবুও কি আপনি তার যিম্মাদার হবেন? আপনি কি মনে করেন যে, তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? তারা তো চতুস্পদ জন্তুর মত; বরং তার চাইতেও পথভ্রষ্ট।” সুরা আল-ফুরক্বানঃ ৪৩-৪৪।
মহান আল্লাহ্ তাআ’লা আরো বলেন, “আর আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জ্বিন ও মানুষ। তাদের অন্তর আছে, কিন্তু তার দ্বারা তারা চিন্তা-ভাবনা করে না, তাদের চোখ আছে কিন্তু তার দ্বারা তারা দেখেনা, আর তাদের কান আছে কিন্তু তার দ্বারা তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চাইতেও নিকৃষ্টর। তারাই হল উদাসীন ও শৈথিল্যপরায়ণ।” সুরা আল-আ’রাফঃ ১৭৯।
সর্বশেষ, কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে একের পর এক নিত্য-নতুন ফেতনা যখন মুসলমানদেরকে গ্রাস করবে, তখনকার যুগে মানুষের ঈমানের যেই হবে সে সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আঁধার রাতের অবিরাম খন্ডের মত কৃষ্ণ-কালো ফেতনা আবর্তিত হওয়ার পূর্বেই তোমরা দ্রুত নেক কাজে মনোনিবেশ কর। (এমন একটা সময় আসবে যখন) মানুষ সকাল বেলা মুমিন কিন্তু বিকেল বেলা সে হবে কাফের। আবার কেউ সন্ধ্যা বেলা মুমিন হবে তো সকাল বেলা হবে কাফের। দুনিয়াবি সামান্য স্বার্থের বিনিময়ে সে দ্বীনকে বিক্রি করে ফেলবে।” সহীহ মুসলীম।
__________________________________________
“মাইসের” কি বড় গুনাহ নয়?
মহান আল্লাহ তাআ’লা বলেন, “শয়তান তো শুধুই চায় মদ ও মাইসের দ্বারা তোমাদের মধ্যে দুশমনি আর হানাহানি সৃষ্টি করতে। এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামায থেকে বিরত রাখতে। সুতরাং, তোমরা কি এখনও কি তা পরিত্যাগ করবে।” সুরা আল-মায়ি’দাহঃ ৯১।
আল-কাসেম ইবনে মুহাম্মাদ রাহি’মাহুল্লাহ বলেন, “মাইসের হল ঐ সমস্ত খেলা, যা মানুষকে আল্লাহর স্মরন, আনুগত্য ও ইবাদাত থেকে দূরে সরিয়ে রাখে।” তাফসীরে ইবনে কাসীর।
ফুটবল, ক্রিকেট, হকি খেলোয়াররা কি খেলতে মাঠে নেমে নামায পড়তে পারেন? কুরআন, কিতাব শেখার বা পড়ার সুযোগ করতে পারেন? এইভাবে খেলোয়াড়েরা বেহুদা কাজে লিপ্ত হয়ে ফরজ কাজ বাদ দেয়, কিন্তু খেলায় জিতে সিজদায় লুটিয়ে পড়ে!
এতে আল্লাহ খুশী না হয়ে ভীষণ রেগে যান, তাতে কোন সন্দেহ নেই!
শারীরিক সুস্থতার জন্যে যতটুকু দরকার, ততটুকু খেলার জন্যই অনুমতি ইসলাম দিয়েছে, কিন্তু তার অধিক নয়। অথচ একজন খেলোয়াড়ের সারা জীবন খেলাতেই কেটে যায়। যেন খেলার জন্যেই তাকে সৃষ্টি করা হয়েছে। তার পদাঙ্ক অনুসরণে আরো লক্ষ লক্ষ যুবক ‘স্টার’ হওয়ার উদ্দেশ্যে সকল শক্তি-সামর্থ্য ব্যয় করে। এজন্য কে দায়ী থাকবে?
আল্লাহর নিকট যা অসন্তোষ মূলক, সেই কাজ করা আর তাতে সহযোগীতা করা সমান অন্যায়। ক্রিকেট বা ফুটবল খেলার ফ্যান বা ভক্ত হয়ে উৎসাহ দেওয়া আর এই খেলাগুলোকে ব্যবসায় রূপান্তরিত করতে সাহায্য করাও কি নিষিদ্ধ কর্মে সাহায্য করার অন্তর্ভুক্ত নয়?
আসলে এসব-ই মাইসের, মাইসের কি বড় গুনাহ নয়?

এবার প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সহ বাংলার সেরা সেরা লেখক ও‌ তাদের বই গুলো পিডিএফ বই ডাউনলোড করে পড়ুন[মিস করবেন না]

এবার প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সহ বাংলার সেরা সেরা লেখক ও‌ তাদের বই গুলো পিডিএফ বই ডাউনলোড করে পড়ুন[মিস করবেন না]
আসসালামুলাইকুম…আশা করি সবাই ভালই আছেন…..
আজকে একটা পোস্ট নিয়ে হাজির হলাম….
এই পোস্ট সবার উপকারে আসবে….
ছাত্রদের অনেক উপকার হবে.
সবচেয়ে বড় বিষয় হল কারেন্ট অ্যাফেয়ার্স এর বই গুলা…
….
প্রফেসরস পাবলিকেশনের কারেন্ট এফেয়ার্স খুবই জনপ্রিয় মাসিক পত্রিকা। বিশেষ করে বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং চাকুরীর পরীক্ষায় প্রতিযোগিতার জন্য সহায়ক তথ্য ভান্ডার। সাধারণ জ্ঞানের সর্বশেষ তথ্যের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ছাত্র এবং চাকুরী প্রার্থীদের কাছে যথেষ্ট নির্ভরযোগ্য একটি নাম। অনেকেই প্রতিমাসে এটি সংগ্রহ করে পড়েন। দামও খুব বেশি নয়। তারপরও ছাত্র এবং চাকুরী প্রার্থীদের কাছে এই সামান্য টাকাও মাঝেমধ্যে বোঝা মনে হতে পারে! তবে এখন আর চিন্তার কিছু নেই!
এইজন্য bdeboi.com এ প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বই পিডিএফ বই প্রকাশ করে থাকে…..
পিডিএফ বই গুলো ডাউনলোড করতে
এই‌ লিংক
ওই‌ খানে ডাউনলোড লিংক পাবেন ডাউনলোড করে নিন…
আর অবশ্যই Google chrome ব্যবহার করবেন

মাত্র 13 MB বই গুলো…
ব্যস কাজ শেষ…
আপনি bdeboi.com ওয়েবসাইট থেকে বাংলার সেরা সেরা লেখক দের বই আর জনপ্রিয় বই গুলো পিডিএফ বই ডাউনলোড করতে পারবেন….


ভালো মানের বই গুলা সব পাবেন এই‌ ওয়েবসাইটে..


আজ এই পযন্তই…
আশা করি সকল ছাত্রদের অনেক উপকারে আসবে…

How To Get Youtube Real Auto Subscriber 2018

How To Get Youtube Real Auto Subscriber 2018

How to get youtube real auto subscriber 2018


[h3]আসসালামু আলাইকুম[/h3]
কেমন আছেন সবাই? আসা করি ভালো আছেন।
আমি ভালো আছি।আজ আমি আপনাদের শিখাবো
কিভাবে Youtube এ auto subscriber নিবেন।
শুরু করার আগে একটু বলে নেই যে এ বিষয়ে trickbd
তে পোষ্ট আছে তা অনেক আগের আর হ্যা যে পোষ্টগুলো
আছে তার মধ্যে কয়েকটির লিং কাজ করতেছে না।তাই
নতুন youtuber দের জন্য পোষ্ট করা।আসা করি কেউ
বাজে মন্তব্য করবেন না।আমার ইনকামের কোন উদ্দেশ্য
নেই, যা যানি তা সবাইবে জানাতে চাই।আর একটা কথা এই
subscriber দিয়ে adsense ও পাওয়া যায় আমার এক বড়
ভাইয়ের কাছে শুনেছি।আমার মতে মনে হয় পাওয়া যাবে।
কারন আপনি যেমন অন্যের channel টি subscribe করবেন তেমন আপনার মতো অন্য কেউ আপনার channel টি subscribe করবেন।তাই বলা যায় adsense পাওয়া যেতে পারে।চলুন এবার কাজে যাওয়া যাক।প্রথমে নিচের লিংকে
যান click here লিংকে যাবার পর singup এ ক্লিক করুন।এবং নিচের scceenshort এর মতো দেখে কাজ করুন।

Example

Singup click দিন এবং নিচের মতো লেখা আসলে gmail
এ যান।দেখুন মেইল গেছে।

দেখুন মেইল গেছে তো নিচের মতো দেখানো লিংকে
ক্লিক দিন।

লিংকে ক্লিক করলে Thanks for verification your email
এই লেখা আসলে login click করুন।

login দিলে নিচের মতো আসবে।আপনার channel এর url দিয়ে procced এ ক্লিক করুন।

add account click

এখন earn করার জন্য channel দেখতে পারবেন subscribe এ ক্লিক করলে youtube এ নিয়ে যাবে
ওখানে গিয়ে subscribe করলে 50 point পাবেন।

50point দিয়ে একটি subscribe পাবেন। যতো subscribe

নিয়ে নিন Symphony i50 এর Awasome Custom Room। MTK 6580.

নিয়ে নিন Symphony i50 এর Awasome Custom Room। MTK 6580.
••••••••••••••Xos 2.0.0 v7 for i50••••••••••••••\
————-By Helim Hasan Akash——- —-|
•••••••••••••••02/05/ 2018 build•••••••••••••••/
——————————————————————————————
[Updates & Changes]
-improved performance
-improved fingerprint sensor
-improved ram management
-updated kernel (linux 3.18.19+ 02/ 05 2018)
-upstreamed 02-05- 2018 Google security patch
-improved battery backup
-added youtube black edition with background play back mod
-added google keyboard with gestures
-replaced Android 6.0.1 emojis with ios11 emojis
-complete bugless (tell me if you find any bugs in the comments section)
-added ios11 system animations
-added new boot logo
-added new boot animation
——————————————————————————————
Mega link (You need mega app to download on mobile devices)


Scaneshoot….








আরো অনেক কিছু।। এই Custom Room All MTK 6580 Chipset এ ব্যাবহার করতে পারবেন। শুধু Post করতে হবে।

ধন্যবাদ সবাইকে। 

[Hack] এবার গার্লফ্রেন্ডের/বন্ধুর মোবাইল হ্যাক করুন আজীবনের জন্য। [learning purposes ]

[Hack] এবার গার্লফ্রেন্ডের/বন্ধুর মোবাইল হ্যাক করুন আজীবনের জন্য। [learning purposes ]
hi guys কেমন আছো সবাই?
আশা করি ভালো আছো।
তো আজ আমাদের বিষয় হচ্ছে কিভাবে অন্যের মোবাইলের কল লিস্ট এস এম এস হ্যাক করতে হবে।
এর সাথে আরো কয়েকটা বিষয় জড়িত আর তা হলো এই অ্যাপের মাধ্যমে ভিকটিমের মোবাইলের ফাইল ম্যানেজার অ্যাক্সেস করা যাবে এর আরও অনেক ফিচার আছে সবগুলি নিয়ে আমরা আলোচনা করব।
আর আমার এই টিউনটি রিপিট হয়েছে কিনা আমি জানিনা।
তবে আমি trickbd তে সার্চ করে এই এই অ্যাপের কোন tune পাইনি তাই আমি টিউন করতে মনস্থির করলাম।

features

এই অ্যাপ এর সবচাইতে গুরুত্বপূর্ণ যে ফিচার তা হল instantly কল লিস্ট এবং এসএমএস track করতে পারে।
আর এই এসএমএস ট্র্যাক করার মাধ্যমে ভিকটিমের মোবাইলের facebook twitter imo whatsapp viber এই টাইপের সকল social network hack করা যায।
কিন্তু আমরা এখানে কারো ফেসবুক আইডি বা হোয়াটসঅ্যাপ হ্যাক করার জন্য সাজেস্ট করবো না,
আমি এটাকে জাস্ট লিগেল ওয়ে তে ব্যবহার করার সাজেস্ট করবো।
এই অ্যাপের আরও কিছু ফিচার হচ্ছে এই অ্যাপের মাধ্যমে মোবাইলের লোকেশন মোবাইলের full details মোবাইলের ব্যাটারির অবস্থা জানা যাবে। তাছাড়া আরও অনেক ফিচার রয়েছে যে আমি নিচে স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।

Lets start→→→



    • Download the official app
    • trickbd facebook group
    • Install(in victim’s phone) & open the app
    • Disable google Protection



    • Now give all required permission

    • than Login with valid mail & password
  • After logging in the app will be automatically hidden
  • Now again go to this link & Log in
  • You will automatically redirected to Dashboard

Now you will get all info of your victim’s phone

Now, I’m giving some screenshot of the app features

If you want to know more information you can watch my video.


তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই।
আমার লেখায় কোন ভূল ত্রুটি থাকলে কমেন্টে যানাবে।
আর এই পুরু টিউন লিখতে আমি গুগোল ভয়েস কিবোর্ড ইউজ করেছি।
সো ভুল থাকাটাই স্বাভাবিক।
আর হ্যা, কোন সমস্যা থাকলে আমাকে নক করলে অথবা কমেন্ট করলে আমি বলে দেব।

আল্লাহ হাফেজ